উর্ধ্‌বে আকাশ নেইকো খুটি
নিম্নে জমিন অসমতল।
তার বুক মাঝে স্থির যে আছে
বিশাল বিশাল খাড়া অচল।

এক হয় না কভূ এ দুটো
বিস্তর ফারাক দুটোর মাঝে
স্‌রস্টা তুমিই নেইকো দ্‌বিধা
এসব কিছু তোমারই বল।

রচনাকালঃ
রাত ১২ঃ৫৫ মিনিট
২৭-০১-১৫ ইংরেজী

রচনাস্থলঃ
নিজবাড়ি।