হুতাসুন-দাবানল উঠে নামে নামে উঠে
অঙ্গার রুঢ় টানে।জিহবার দাপাদাপি,
লাফালাফি,গড়াগড়ি যেন অঙ্গার পায়।
নিজের ঔরসে যার প্রাণলিলা তার পদে
নমস্কার।হা হা হা হা।চির বোকা।হা হা।
নিজে সৃজি নদ-নদি,খাল-বিল,শত-ঝিল।
ঝর্ণার একি কাণ্ড! সৃজনের পদে লুঠা।
বিষ্ময়!চির বিষ্ময়!বিষধর খুয়ালে কি
বিষদাঁত?আজগুবি যত সাপ নামী
ঘাড় পরে নাচানাচি করে যে শাশায়!
বিটপী,ওরে বিটপী, তুই চির বোকা-সোকা
শুধু যে লভিস ধোঁকা।পদে চুমে উঠে পোকা।
তুই তরে মহা খুশি মহা সুখে ত্যাগি শ্বাস
গর্দভী হাসি হাসিস।দেখ ওরে দেখ চেয়ে
তোর ঘাড়ে রুঢ় হাসি বিষবাশিঁ বাজে,বাজে
কুটকুট কুটকুট।আর কত বোকা রবি
হাসবি গর্দভী হাসি?উঠ উঠ জেগে উঠ।
মরণের কোপ আগে শুন বাণী ''হুশিয়ার''.
রচনাকাল
রাত ০৭ঃ১৫ মিনিট
০৪/১১/১৪ ইংরেজী
রচনাস্থল
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।