দর্প কদমে বীর মুজাহিদ সামনে চল
জুলমত খেদি অগ্রপাণেতে চলরে চল।
বহু কাল ধরে রহিছেরে পরে ভীম কৃপান
জং ধরে আজ ভুলিছেরে সাজ অগ্নিবাণ
সব কালো দাগ মুছিয়ারে হাক বিষ বিষান।
ডাক আজ ডাক মৃত্যুরে ডাক হৃদ পাষান।
সব বাধাঁ ভেদি জিঞ্জির খেদি হানরে হান
বাজা আজ বাজা বিষাণের ক্বাজা মরণ গান।
ঐ সর্বনাশী দেয় শুন হাসি রক্ত পিয়ে
অসহায় মরে হায় হায় করে ব্যাথার লয়ে।
আর কতকাল ছিড়িবেরে পাল শত্রু সেনা
এই দুর্দিনে উড়াবেরে পাল কোন সে জনা।
ওগ্নি শপথ নিতে হবে ব্রত শুদ্ধতার
রক্ত শুষিয়া ফাটছে হাসিয়া ঐ বদকার।
উড়া আজ উড়া জগত কাঁপানো প্রলয়ী বাণ
হোক আজ হোক সারাটা ভূবন কম্পমান।
রচনাকাল
নভেম্বর ২০১৪ ইংরেজী
রচনাস্থল
হিজলশাহ,উমরপু বাজার,ওসমানীনগর,সিলেট।