আমরা শিশু আমরা দেশের
শোভিত ভবিষ্যত
পদতলে আমরা ফেলব
ভীরুতার মতামত।
আমরা কিনব বিশ্ব জোড়া
মহিমান্বিত নাম
দ্বীনের তরে আমরাই রে আজ
জড়াব দেহের ঘাম।
আমরা যাব দেশ হতে দেশ
যাব প্রতি দোরে
দেখব এবার কেমন করে
দার্শনিকরা ঘুড়ে।
উঠব এবার পাহাড় চুড়ায়
হিমালয়ের শৃঙ্গে
চাঁদের দেশে যাব রে আজ
সকল বাঁধা ডিঙ্গে।
সাগর সিচে মুক্তা-মণি
আনব এবার কুঁড়ে
তুলতে খনি বাহুবলে
যাব জমীন ফুঁড়ে।
শিখড় সমঃ বাধাঁর পাহাড়
ফেলব ছুঁড়ে ছুঁড়ে
জালিম মনে তুলব কাঁপণ
ক্ষুব্ধ ভয়াল সুরে।
আমরা গাইব চির জীবন
সত্য ন্যায়ের সঙ্গীত
আমরা লড়ব দ্বীনের পথে
বাজবে জিহাদী গীত।
রচনাকাল
সকাল ০৯ঃ১০ মিনিট
০৮/১০/১৪ ইংরেজী
(বোধবার)
রচনাস্থল
সরাপুর ত্রৈলক্য বিজয়,মৌলভীবাজার।