মাছি ভন ভন
করে উরে যায়
মাছ ভেসে ভেসে
যায় চলে যায়।
পাখি ঘন ঘন
আকাশেতে উরি
কার তাসবিহে
ছুটে আসে ফিরি।

সময়টা দেখ
যায় চলে ধিরে
ফিরছে তো তাই
সব নিজ নীড়ে।
কার নির্দেশে
তরঙ্‌গ উঠে
বারেবারে আজ
প্রবাহীনি তটে।

নদী বহে যায়
আপনার মনে
বীতি ছুটে আসে
কেন ক্ষণে ক্ষণে
প্রশান্তি বয়ে
বায়ূ কেন বহে
ভুমি কার তরে
খরতাপ সহে।

অটবীর শাখা
উচু নিচু বাকা
তার বুক মাঝে
কার প্রেম আকা
কার তরে গান
শুনে আসমান
কার তাসবিহে
মুখরিত প্রান।

শিরায় শিরায়
খুন বহমান
এ সবের মূলে
আল্লা মহান।

রচনাকাল
১২ঃ৩০ মিনিট
০২-০৭-২০১৪ ইং

(অনিচ্‌ছাকৃত শাব্দিক ত্রুটি মার্জনীয়)