উঠ বীর উঠ ফের জেগে উঠ
সব বাধা-ভয় ছুড়ে সংশয়
বুকে আন বল হয়ে দুর্জয়
ভূবন কাপায়ে উঠ ফের উঠ।
ধরা জুড়ে আজ খুন আর খুন
অঝর ধারায় ঝরসে প্রসূন
উত্তাল আজ খুন পারাবার
ক্ষুব্ধ-মাথাল রক্ত পাসার।
অগ্নি বিষাণ বাজা আজ বাজা
দেখব কে আজ ভাবে নিজে রাজা
মাজলুম শুষি নিজে নয় দোষী
ভাবে কে রে আজ সবাইরে প্রজা।
দেখি আজ কে রে রক্ত বহায়
রাজপথে আজ লৌহকারায়
কে মুখোশ পড়ে ইবলিস স্বরে
ডেকে মাজলুম হৃদটা কাপায়।
আয় ছুটে আয় অস্ত্র হস্তে
ফেল মুছে ফেল নয়নের বারি
ভূবন কাপায়ে পাসার ফাফায়ে
তুলরে কাপণ পর্বত নাড়ি'
হাক আজ হাক বিষাণের হাক
ডাক আজ ডাক মরণের ডাক
সব বাধা ভেদি ঝঞ্জাল চ্ছেদি
দুর্বার বেগে জাগ ফের জাগ।
দিকে দিকে আজ বাজে আওয়াজ
সাজ আজ সাজ চির রণ সাজ
বাজছে দামামা বাধরে আমামা
চল আজ চল নিয়ে সব ঝাঝ।
হব রে শহীদ নয় আজ গাজী
রাখব ধরায় এ জীবন বাজী
খুন পারাবার বহায়ে আবার
যাব আজ যাব ভূবনটা ত্যাজি।
রচনাকাল
সকাল ১১ঃ৪৫ মিনিট
০৯-০৮-২০১৪ ইংরেজী
রচনাস্থল
হযরত শাহ মোস্তফা (রহ .) মহিলা মাদ্রাসা,শাহ মোস্তফা রোড মৌলভীবাজার।
(অনিচ্ছাকৃত শাব্দিক ত্রুটি মার্জনীয়)