উঠ খুকুমনি ঘুমিওনা আর
ছুটে যে তরণী ভেদী পারাবার।
ঝলসে উদিল তপন কিরণ
আখিতে বিধিল জ্বলন পীড়ন
প্রাচীর ভেদিয়া হাহাকার শুনি
রোদন খেদিয়া শান্তিতে গুনি !!!
জিহাদী বিষাণ যত সব বাধা
বলেকি রে আজ মানবীয় গাধা।
পশুর মতন মরছে মানব
দর্শে না নাকি এ সব দানব
দেখে ও যে করে না দেখার ভান
শিখর উপাড়ি বাচাবার গান !!
উঠ খুকুমনি নিদ্রারে ছাড়ি
সকল জড়তা ফেলরে উপাড়ি
তোমা' হতে হবে দুর্জয় বীর
নুরু-সালাদীন চির তিতুমির
রাজবেশে আজ দরবেশ সাজ
ঘুচাবে ব্যথার অভিমানী ঝাঝ।
হবে তুমি রুমি ঐ আলমগীর
অসি মাঝে চুমি চ্ছেদি' জিঞ্জির
"অনল প্রবাহ" রচবে আবার
মঠকে শোষক নাস্তিক ঘাড়।
তোমা' হতে হবে খালিদ কেশরী
সব বাধা-ছাদা বিঘ্ন উপাড়ি
জ্বালবে পবন জালিমের নীড়ে
আনবে দু'হাতে খেলাফত ফিরে।
ব্যঘ্র-হরিণ এক ঘাটে পি'বে
একে অপররে বন্ধু বানাবে।
ধুলার তখতে বাদশাহ ফের
মাঠিতে লুঠাবে জালিমের শের
খোদার বিধান সবখানে জারী
জুলুম দিবে যে মরণের পাড়ি
পরহিতে নিজে ঝরাবে ঘর্ম
বসুধায় হবে শুধু সুকর্ম।
সেই মহা যুগ আনতে ফিরায়ে
উঠ খুকুমনি বসুধা নাড়ায়ে
প্রভু তরে তুমি কর আরাধনা।
আজ থেকে শুরু শিক্ষা সাধনা।
সব ছেড়ে কর একটাই পণ
শোভিত করব সারাটা ভূবন
জ্ঞান অর্জিতে পারি দিব চীন
বাজলে বাজুক মরণের বীণ।
আসলেও পথে সিংহ নেকড়ে
ছাড়ব না তবু ধরব আকড়ে।
গগন কাপায়ে পাসার ফাফায়ে
তুলব কাপন জড়তা আছড়ে।
রচনাকাল
সকাল ১০ঃ৩০ মিনিট
৩০-০৭-২০১৪ ইং
রচনাস্থল
সরাপুর,ত্রৈলক্যবিজয়,মৌলভীবাজার।
(অনিচ্ছাকৃত শাব্দিক ত্রুটি মার্জনীয়)