ফুটপাতে একদিন  শুয়ে এক লোক
ঘুমেতে বিভোর হয় লুটতেছে সুখ।

একটা পথিক তারে বলল জাগায়ে
কাজ ফেলে তুমি কেন আছ যে ঘুমায়ে?
উত্তরে বলল সে যে কোন লাভ কাজে !!
দিন করি পার ঘুমে  হলো কি তা বাজে?

পথিক বলল তারে আগে গড় গেহ
মাটিতে নয় ফরসে  শুয়াও রে দেহ।
তবেই লভিবে সুখ,  পরম-আরাম
ব্যথা যত দূরে রবে হবে যে হারাম।

জুঠল উত্তর তার  আফসোস ভাই,
ছিলাম তো আরামেতে উঠালে জাগাই।
ভ্যাবাচ্যাকা খেয়ে পরে নির্বাক পথিক
অবশেষে কেটে পড়ে বলে টিক টিক।

রচনাকাল
রাত ০৯   ঃ ১৫ মিনিট
০৬-০৮-২০১৪ ইং


(অনিচ্‌ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)