একদা এক রাণী  বসি শিয়রে
শুধালেন বাদশারে কাতর স্‌বরে।
খাচা থেকে খেচর গেলে গো উড়ি
আসবে কি জানি না আবার ফিরি।
অবনত মাথায় মালিক তরে
গাইবে সংগীত মধুর স্‌বরে?

কহিলেন বাদশা প্রেয়সী তরে
'জীবিত হয় কি গো যে যায় মরে?
যত সব অটবী উঠে কি নড়ে?
প্রাণ বিহনে প্রাণী তেমনি ওরে'

ওহে শাহানশাহ! জীবন সাথী
কহিল বধূ তার প্রেমেতে মাতি
খেচর ব্যাতিরকে খাচা কি আর
হয় গৃহে শোভিত ফের আবার?

শুধালেন বাদশা তাহার তরে
গৃহ কোণেতে রবে খাচাটা পড়ে।
আবার কোন দিন কোন খেচর
পেলে মালিক রাখি' খাচায় পুরে।

এবার নয়নের উপারি বাধ
অবাধ্য জল-ঢেউ বাধল ফাদ।
বাদশা-অবয়ব ভিজায়ে দিয়ে
মিটে না তবু ও যে মনের স্‌বাদ।

দেখে তো বাদশা মুচকি হাসি
তুললেন অধরে প্রেমরে চাষি'
ঝরায়ে প্রেয়সীরে বক্ষ মাঝে
বুলায়ে মমতার সুশ্রী সাজে।

বারি সব মুছি ললাটে চুমি
বলিলেন প্রেয়সী আমার তুমি।
অতীত মাঝে ছিলে এখনো আছ
চাই সদা প্রেয়সী, হৃদয়ে বাচো।

উভয় চরে হবে হৃদয় রাণী
তোমাকে দর্শিয়া মিটাব গ্‌লানি।
সুশোভিত চেহারা হৃদয়ে রবে
থাকি বা নাই থাকি স্‌মৃতির ভবে।

রচনাকাল
দুপুর ০২ ঃ ২০ মিনিট
২৯-০৭-২০১৪ ইং
(ঈদের দিন)


(অনিচ্‌ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)