সে
এক
নবীনা
যৌবনা
চির কুমারী
ক্ষুব্ধ তটিনী।
ভাঙ্গে কভু এপার
গড়িয়া দেয় আবার
যেন প্রেয়সী-মায়াবতী।

ত্রিপুরা হতে সুমারাই
কত যে নীড় নিজেতে বহাই
সৃজিল কুশিয়ারা তেজস্‌বী রুপে
তবে আজ নিজে পড়ি' মরণ-কোপে।

হায়!তার রুপ কেড়ে বিষমাখা হাসি
হাসে দেখ ভাই;আজ তার সর্বনাশী।

রচনাকাল
১১ঃ ১০ মিনিট
০৩-০৮-২০১৪ ইং

(অনিচ্‌ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)