আসল নাকি হরষের সওগাত
বহু কাল পর;মহা মিলন-প্রাত।

আজকে লভিব সিয়ামের ডালি
জাগায়ে গো প্রেমের অংশুমালী
খুশির আমেজে ভরায়ে হৃদয়
শুধালাম আমি সবারে সুপ্রভাত।

পিঠা-সন্দেশ,শিরনীর ঘ্রানে
উঠবরে মাতি হরষের গানে
ভুলে দুখ স্মৃতি;এনে সম্প্রীতি
ছুড়ব আস্তাকুড়ে যত তফাৎ.


রচনাকাল
সকাল ১০ ঘটিকা
২৯-০৭-২০১৪ ইং
(ঈদের দিন)

রচনাস্থল
নিজবাড়ী

(অনিচ্‌ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)