একদা পথিক  পথ পরে দাড়ায়ে
কহিল ঘোষিয়া আসছিনু মাড়ায়ে
গহীন গহন দুর্জয় ভূধর
পাষানের গড়া দুর্গম শিখর
আসছিনু আমি সাতরে পারাবার
হাবুডুবু করি পারি দিছি পাসার
দোলায়ে হৃদয় বহায়ে সমিরণ
মিঠায়েছি শোক অন্তর-পীড়ণ
হৃদ' মাঝে ভরি তপনের কিরণ
আলোকিত করি এ হৃদয় বিজন

আসি নাই কভু মনেরই হরষে
আসি নাই আমি মজা,রঙ্গ-রসে

এসেছিনু ভাই একটু সুখ তরে
ঠাই জুঠবে তা আমার হৃদ' দোরে?
লভিব কি ভাই আজ আকিঞ্চন?
করে হৃদ' মাঝে শান্তি সিঞ্চন
কষ্‌ঠ নগরে সুখের হাতছানি
মুছে যাবে সব ব্যাথাতুর গ্‌লানি?

সুখের তরেতে হলাম উন্মাদ
চাই শুধু আমি একটু হৃদ'স্‌বাদ।

রচনাকাল
৩০-০৭-২০১৪ ইং


রচনাস্থল
সরাপুর,ত্রৈলক্যবিজয়,মৌলভীবাজার,বাংলাদেশ।

(অনিচ্‌ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)