কে
আজ
উঠাল
অম্বরে
অংশুমালী?
জুটাল ললাটে
ঐ সিয়ামের ডালি
জাগে হৃদ স্পন্দন,
থামাল শোক-ক্রন্দন
উদাল প্রীতির বন্ধন
সোহাগে সোহাগে ভরাল ক্ষিতি
ধোয়ায়ে মুছাল সব শোক স্মৃতি
দুশমন হৃদে বর্ষিল গো প্রীতি
সে মহান হল এ মেদিনীর স্থপতি।
তার নামে আমি করি কবিতা আবৃতি।
শিরা-উপশিরায় ছড়াই তার নাম
তার নামে করি আমি সংগ্রাম
তার তাসবিহ জপিয়া জপিয়া
রবি উদে আপনে রাঙ্গিয়া
চাই সাদা তার দর্শন
বাড়াই গো আকর্ষণ
মহা বিপদের কালে
নিশা-অন্তরালে
বখশিও প্রভু
রহমতের
বারিধারা
গোলাম
হৃদে
হে!
রচনাকাল
রাত ১০ ঃ ২০ মিনিট
২৮-০৭-২০১৪ ইং
(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)
সবাইকে ঈদের শুভেচ্ছা।