আর কত কাল প্রভু
ঝরাব গো খুন
আর কত কাল রবে
চোখটা করুণ।
মা-বোনের আহাজারি
প্রাচীরটা ভেদি
শ্রবণে যে বারি পরে
বাধা সব চ্ছেদি।
কলজেটা খান খান
যেন হয়ে যায়
অবুঝের ক্রন্দন
শুধু যে কাদায়
কেমনে জানি না প্রভু
শুধোব অভয়
বুক-মাঝে উঠে পড়ে
ঝড়ের প্রলয়।
শোকের সাগরে ভাসি
হাবুডুবু খাই
দু'গন্ড মাঝ দিয়া
অশ্রু বহাই।
কেমনে অধরে আমি
হাসি যে ফুটাব
হৃদ-ভরা সেই শোক
কেমনে ঘুচাব।
কেমনে প্রাচীর ভেদি
চ্ছেদি জিঞ্জির
তোমা' থেকে দান বিনে
হব আমি বীর !!!
দাও শক্তি আমারে
দাও প্রভু ভরি
তোমার হুকুম বিনে
যেন নাহি নড়ি।
বিলাব জীবন প্রভু
তাদেরই তরে
প্রান-রবি যায় যদি
যাক তবে উড়ে।
জালিমের মসনদ
করে চারখার
আনলে ফিরায়ে তবে
আনি ও আবার।
না হয় খুন সাগরে
ডুবায়ে আমায়
তোমা' কাছে টেনে নিয়ো
হয়ে গো সহায়।
রচনাকাল
রাত ১১ ঃ ০৫ মিনিট
২৫-০৭-২০১৪ ইং
রচনাস্থল
নিজ বাড়ি
(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)