আমরা তরুন আমরা তমঃ
নিশীথের সান্ত্রী
মোল্লা-মজুর আমরা সব
এ মাটির মন্ত্রী।


ধরার মাঝে আমরাই আছি
সেনানী দুর্জয়
রুধব কঠিন ঝড়ো হাওয়া
আমরা নির্ভয়।


অটবীর শক্ত বিটপীরে
উপড়ে মুঠে আনি
ছুড়ব ক্ষুব্ধ পয়োধরের
বুকে আঘাত হানি।


তরঙ্গের বাধ্‌ রুধি আজ
ধরব লাগাম টানি
অভিঘাতটা যাক না ফসকে
ঝেরে সকল গ্‌লানি।


জমিন ছাড়ি অম্বর ভেদি
উঠব শশধরে
যত বাঁধা-ছাদা সব উপাড়ি
আনব আভা কুড়ে।


বাঁধব সাকো বেনুবন কেটে
দির্ঘ পয়োধরে
দেখব কেমনে তরণী ডুবে
সেই অশনি ঝড়ে।


আমরাই হব ঝড়-তুফান
অম্বরে বিজুলী
চমকাব আজ মেদিনী সারা
ভীতির দোর খুলি।


আমরা চির বিষ্ময় হব
ইতিহাসের পাতে
গড়তে স্‌বদেশ স্‌বর্ণে মাখা
খাটবো দিবা-রাতে।

রচনাকাল
১১ঃ২০ মিনিট
২৩-০৭-২০১৪ ইং

রচনাস্থল
নিজ বাড়ী

(অনিচ্‌ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)