একদা ভাবিনু বসে
একটি বনে
মেঘ কেন ছেয়ে যায়
আকাশ সনে।
রবির কিরণটাকে
ঢাকিয়া ফেলি
চাদের আভাকে কেন
খায় যে গিলি।
সমীরণ মাঝে মাঝে
জোরসে বহে
বিটপীরে উপড়ায়
কোন সে দ্রোহে।
আজ কোন অভিঘাতে
ছুটে গো বীচি
বড় হতে মাথা তুলে
পাদক-কচি।
রংধনুর রেখাটি
কে একে দিল
খুটিহীন গগনেরে
কে মেলে দিল।
কার নামে রংগন
খোলস ছেড়ে
শোভা দেয় অবনীরে
মুগ্ধ করে।
নড়ে না পাতা বিহনে
কার ইশারা
তার তরে সেজদায়
পৃথিবী সারা।
যেথা' হেথা' সবখানে
একটি গান
আল্লাহ! প্রভু তুমি
তুমি মহান।
রচনাকাল
রাত ১১ঃ৩০ মিনিট
২২-০৭-২০১৪ ইং
রচনাস্থল
নিজ বাড়ী
(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)