দেশ ব্যাপী আজ উঠছে ধ্‌বনি
জাগ তোরা আজ জাগ
রাজাকারদের ফাসির দাবী
আয় ছুটে শাহবাগ।


একাত্তরের চেতনা বুকে
আয় ছুটে আজ আয়
সবাই তো আজ সাথেই আছে
পক্ষে আসবে রায়।


মুখোশ পরে এ সৎ কথাটি
দেখ বলে আজ কে রে
কথা সঠিক মতলব তবে
দেখতে হবে যে নেড়ে।


কোন কাজের আজ ধ্‌বজা ধরে
কোন কাজ আনে বাগে
জাগরণের নাম ধরে আজ
কি হয় গো শাহবাগে।


শাহবাগ মানে জারজতার
চরম উন্মাদনা
নাস্তিকতার মুখোশধারী
তুলে বিষধর ফণা।


শাহবাগ মানে তরুণদের
যৌনতার আসর
দারাহীন সব পুরুষদের
যৌবনের বাসর।


শাহবাগ মানে পাপীদের
চরম অশ্‌লীলতা
সভ্যতার ঐ মুখোশ পরে
হীন-নিচ নগ্নতা।


বিচার নামের ঐ ধোয়া তুলে
ইসলামকে আঘাত
পাপাচারে হেথায় ভরে জানি
দিবস কিংবা রাত।


ওরাই জানি শত্রু দেশের
ও দশের অপকারী
ওরা নাস্তিক,জারজ ওরা
দেব না ওদের ছাড়ি।


বিদেশীদের ঐ পা চেটে আজ
দেখায় যে কত শান
এই জনতার প্রভু সেজে গো
বাড়াবে নাকিরে মান।


শয়েছি বহু জ্‌বালাতন ওরে
কেমনে শহিব আর
মুসলিম দোরে জন্ম নিয়ে
ওরাই যে গাদ্দার।


দিপ্ত শপথ নিতে হবে গো
শুন আজ এক্ষুণি
আমাদের সাথে আছেন জানি
যত সব জ্ঞানী-গুনি


সব বাধা-ভয় উপড়ে ফেলি
ধররে ওদের ঘাড়
কান ধরিয়া পার করি দাও
সীমানার কাটাতার।

রচনাকাল
দুপুর ১২ঃ৩৫ মিনিট
১৯-০৭-২০১৪ ইং

(অনিচ্‌ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)


বিঃদ্রঃএই কবিতাটি শুধু মাত্র শাহবাগে উপস্থিত মুসলিম নাম ধারী নাস্তিকদের এবং ইসলামকে অবমাননাকারী অমুসলিমদেরকে উদ্দেশ্য করে রচিত।