বারেবারে মন চায় দেই
ঝিলেতে ঝাপ
কুল কাজ ফেলে দিয়ে দেই
বিলেতে লাফ।


ডুবুরী হয়ে ডুবাতে থাকি
ঐ পয়োধরে
তেষ্টা যত মিটুক আজ
পরুক ঝরে


পাইপ যোগে নদীর জল
শুষিয়া ফেলি
সমস্ত পয়োধরটাকে
গো গ্রাসে গিলি


ঝর্ণারে আজ তুলে আনি
মুখেতে পুড়ি
রহমতের ঐ বারি ধারা
গলেতে ছুড়ি


এন্টার্কটিকার শিলা
আনি যে কুড়ে
তেষ্টা মিঠে না কেন দেখি
গলেতে পুড়ে


দহনের দাবানল যেন
উঠছে জ্‌বলে
কবে রে কখন মিটাব তা
কোন সে বলে


কেমনে লংঘিব আদেশ
যা দিছে বিভূ
হোক না ফাঁসি,মানব তার
আদেশ তবু


সিয়ামের চাওয়া পাওয়া
মিটাতে হবে
শোক ছাড়ি সুখ পাব তবে
আমার ভবে।


রচনাকাল
সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিট
১৯-০৭-২০১৪ ইং

রচনাস্থান
মিরপুর,কাজিরবাজার,মৌলভীবাজার।

(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)