ভাবি নিরিবিলি সেই পথ চলা
একা একা বসে সে বিকেল বেলা
কত যে ভাবনা উদিত এ মনে
পেত চিন্তায় শুধু ক্ষণে ক্ষণে
আজ সেই সব কোথা গেল হারি'
চলে গেল যেন বেণু বন নাড়ি
কাপায়ে কাপায়ে ভূধর নাড়ায়ে
আজ সেই সব গেল যে উপাড়ি
কভূ যে আবার আড্ডায় বসি
দেখতাম কত মধুমাখা হাসি
চিত্ত জুড়ায়ে হৃদয় নাড়ায়ে
দোলা দিত যেন শুধু রাশি রাশি।
কত প্রীতি-গান গেয়েছি সে দিন
হাসি খুশি কত করেছি সে দিন
সকলি হারিয়ে কলিজা নাড়িয়ে
ব্যাথাতুর মনে এল দুর্দিন।
সেই বন্ধন কেন গেল ছিড়ি
ভাঙ্গিল কেন প্রীতিরই সিড়ি
কিছু নাহি বুঝি দেখলাম খুজি
সুখ পিড়ি ছাড়ি এল দুখ পিড়ি।
সব কিছু যেন দিল আজ ফাকি
স্মৃতির পাতায় রয়ে গেল বাকি
দুখ অফুরাণ করে শুধু দান
চলে গেল ব্যাথা এ ললাটে লিখি।
রচনাকাল
দুপুর ১২ঃ৩৫ মিনিট
১৭-০৭-২০১৪ ইং
(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)