হে
প্‌রিয়
দুখিনী
কেমনে গো
জানিনা আমি
সুধাব অভয়।
তোমারই চরণে
চুমিল ওগো মরণে
বহু বহু উন্নত বীর
তো কেন ধুলায় তব শির
ঝরায়ে পরিল কেন গো মান
ধুলায় মিশিল কেন সম্মান
অধরে নেই কেন আজ মৃদু হাসি
তোমার বুক ছিড়ে গো,মসনদে বসি
এরাই জানি আজ তোমার সর্বনাশী।


16-07-2014
11:00 pm