উঠরে জোয়ান  হও আগুয়ান
উড়াও পাল
তিমির নিশান  হস্তে কৃপান
ধররে হাল


আজ হাহাকার  আসছে আবার
প্রাচীর ভেদি
খুন পারাবার  ক্ষুব্ধ আবার
ঝঞ্ঝা চ্‌ছেদি
জ্‌বেলে দে ঈমানী নূর
বাজারে প্রলয়ী সূর
বাজছে বিষাণ  তরুণ ঈশান
ধররে হাল।


খুন পিয়াসুর   ঐ অট্টহাসি
যায়রে শুনা
নিরিহরে আজ  পরায় যে ফাঁসি
নেই অজানা
ঘাড়েতে আঘাত হানি
নামারে ধুলোয় টানি
বুকে নিয়ে বল  সামনেতে চল
ভেদি ভেজাল।


রচনাকাল
১৪-০৭-২০১৪ ইং
দুপুর ০২ঃ২৫ মিনিট