টিক টিক করি বাজিতেছে ঘড়ি
জানি না কখন জানি
চিরতরে সব বিদূরিবে রব
মুছে যাবে সব গ্লানি
যতই স্বার্থ হইবে ব্যার্থ
পৌঁছি পথ মাঝ
হাসির লহর থামিয়া যাইবে
ঘুঁচে সব ঝাঁঝ।
বেসামাল তরী দিবে জানি পাড়ি
আয়ু পারাবার
মরণ লগ্নে আসিলে তবে
যাবে যে ওপার।
রেশমী কাপড় যত সোনা-দানা
উচু বালাখানা
সব পড়ে রবে সবে সব পাবে
তোমার রবে না।
কর্ম গো যাহা পাবে গো তাহা
হবে নিজ সাথী
পঁচা এই ভবে বাকী সব রবে
হবে নাকো বাতি।
রচনাকাল
২৯-০৬-২০১৪
রবিবার সকাল ০৯ঃ১০ মিনিট
(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)