পাখি সব করে রব ফিরে আসে নীড়ে
তরঙ্গ নদী-তটে আসে ধীরে ধীরে
দিন শেষে রবি ডুবে পূর্ব গগনে
খরতাপে ফুল দেখি ঝরে যে কাননে।
বারিধির গরজন লাগে এত বেশ
আঁখির পলকে যেন নিমিষেই শেষ।
সব কিছু ফিরে যায় নিজ নিজ গৃহে
আবদ্ধ খাচায় কিরে খেচরটা রহে।
ফুরালে সময় তার যাবে সে যে উড়ে
চলে গেলে কভু আর থাকাবে না ফিরে
প্রীতির বন্ধন ছিড়ি যাবে জানি গোরে
উদিবে না রবি আর এ হৃদয় দোরে
প্রদিপ নিভার আগে বুঝে লও সব
না মানলে বৃথা যাবে যত কলরব।
রচনাকাল
১২-০৭-২০১৪ ইং
রাত ০৭ঃ৩০ মিনিট
(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)