প্রতিশোধের অগ্নি বিষান
জ্‌বলবে কবে আর
দাউ দাউ করে অগ্নি শিখা
জ্‌বলবেরে আবার।


চরাচর আজ পরেছেরে সাজ
মুসলিম-খুন দিয়ে
রক্ত পিয়াসু হেসে কুটকুটি
মুমিন-রক্ত পিয়ে।

মানবতার জয় গান তুলে
রক্ত ওরা চুষে
গণতন্ত্রের দোহাই দিয়ে
মিটমিটিয়ে হাসে


আমার ভায়ের রক্ত কেন
শরাব ওদের হবে?
মা-বোনদের ইজ্জত হানি
বন্ধ হবে কবে?

আর নয় আর থাকব বসে
অস্ত্র হাতে আয়
বিশ্‌ব মোড়ল,হায়েনারা দেখি
কই এবার যায়।


সালাদীনের তুরগটা কই
নুরুদ্দীনের অসি
রক্ত নেশা উঠছে রে আজ
করব আঘাত কষি।


আমরা আলী,ওমর,কাসেম
খালেদের সন্তান
রুধব ভূধর,ভাঙ্গব প্রাচির
গাইব ন্যায়ের গান।


রচনাকাল
১১-০৭-২০১৪
বিকাল ০৫ঃ৩৫ মিনিট