সে
এক
আজব
ভালবাসা
বহে হৃদয়ে
কবে হবে দেখা
ঘুচিবে হৃদ-শিখা।
এ দু' সিক্ত নয়নে
ভাবি গো শয়নে স্‌বপনে
জল পরে হৃদয়ে কাননে
উঠে কম্পন মনাঙ্গিনে
ওগো প্রিয় নবী,ওগো দ্‌বীন রবি
আঁকি সদা হৃদয়ে গো তোমার ছবি
ওহে প্রভুর সখা, ভুলি না যেন কভি
কাম্য আমার,দর্শন তব যেন লভি।

রচনাকাল
১০-০৭-২০১৪ ইংরেজী
সন্ধ্যা ০৬ : ২০ মিনিট