ঝর ঝর ধারায় এল দেখ বারি
ঝাঁঝালো হাওয়ায়  বেণু বন নাড়ি।
ভরে গেছে কাদায় আজ পথ ঘাট
যত সব বাঁধায় থেমে নেই হাট।
সবাই উল্লাসেতে  ভিজে জব জব
হরষে মাখি সাজ করে কলরব।

ক্ষুব্ধ ঐ তটিনী উপচায়ে ঢেউ
ডুবায়রে তরণী দেখে যাও কেউ।
উত্তাল বারিধি থর থর কাঁপে
তরাঙ্গাভিঘাতে কূল হেথা' ঝাঁপে।
সকলি যেথা' হেথা' যায় যে থমকে
অম্বরে দিপ্ত চপলা চমকে।
দেখ দূর গগনে ঘন পয়োধর
গরজে ক্ষণে ক্ষণে কাপায় ভূধর।

রচনাকাল
০৯-০৭-২০১৪ ইং
দুপুর ০২ঃ৩০ মিনিট


***বর্ষার আয়োজন***