ঘোষছি
আমি স্‌বঘোষিত মৌলবাদী।

কেউ বলে বিপ্লবী,কেউ বলে তুমি কবি,
বিদ্রোহী ভাব তব অঙ্গে।
মসি দিয়ে হুংকার,বাতিলকে কাপাবার,
অস্ত্র আছে তব সঙ্গে।
বাকা চোখে চায় কেউ,আরো করে ঘেউ ঘেউ,
দাত কটমট করে কেহ।
কেউ পারে না সইতে,পারে না কিছু কইতে,
মনে মনে ভাঙ্গে মোর গেহ।
কেউ করে উৎপাত,কেউ করে উৎখাত
আমায় যেন তার মনে মনে।
কেউ হাসে বিষমাখা,বুদ্ধিটা কারো বাকা
শিখর উপড়াতে ক্ষণে ক্ষণে।

বলি শুন

মুখে আসে,তাই বল,যেভাবে পারিস চল
বলবনা রে শুন কিছু তোকে।
খোদা,নবী,ধর্ম নি' বললে রে রাখ শুনি,
ছিড়ে ফেলব জিহবা মুখ থেকে।

নিজেদের মত করে, থাকব এ দেশ পরে
করিস না রে অতি উৎপাত।
করলে রে বাড়াবাড়ি, লাগাব রে ঘার ধরি,
করব তোদেরকে উৎখাত।

যদি দাড়ি-টুপি তরে,হয়ে যাই শুধু ওরে
আমি যে উগ্র মৌলবাদী।
রাজপথ মাঝে এলে, চিৎকারে কেউ বলে,
ধর্মান্ধ,জঙ্গিবাদী।

হ্যা হ্যা হ্যা,আমিই মৌলবাদী।
শুনরে আমিই জঙ্গিবাদী।