জেনে রাখ মোরা খড়কুটা নই ,
গংগার জলে ভাসা।
মোল্লা-হুজুর,শ্রমিক-মজুর,
আমরা গরিব চাষা।
এ মাঠির বুকে জন্ম,আমি
এ মাঠির সন্তান।
আয়ু রবি যবে নিভবে,এর
ধুলায় বসাব প্রান।
যা মন চায় বলবি তোরা
আর সইব নয়ন বুজে?
আবার প্রনাম লভিতে রে
ছুটিয়া ফিরিবে খুজে খুজে।
বারবার ধোকা খেলেও
বোকা তো নই কভু।
বুজি মোরা ভাল করেই
কে রে তোদের প্রভু।
শুনে রাখ মোরা তপ্ত শিখা
অগ্নি বর্ষি রুপ।
শুষিব রক্ত ,নাস্তিকতা
করব এবার লোপ।
ধোলায় মিশাব শাহবাগটা
ঝড়াব জমিনে খুন।
ইতিহাস পাতে গরব পুনঃ
চির বিষ্ময় গুন।
০৩-০৭-২০১৪ ইং
রাত ১১ঃ ৪৫