জ্বলে পুড়ে ছারখার বারেবারে আমরা
তুলব এবার মোরা শোষকের চামড়া।
অনেক ধকল মোরা সয়েছি এ ললাটে।
দুঃখঃজ্বালা সয়ে যেন নিয়তিটা ঘোলাটে।
রক্ত চুষে বসে বসে শুধু ওরা আমাদের
আমরা যেন পুঁজি হই বারেবারে তাহাদের।
গাদ্দার বেঈমান ওরা,ভিনদেশী চামচা
স্বার্থের তরে বুক মাঝে মারতেছে খামচা।
আমাদের খেয়ে পরে আমাদের ঘাড়ে পা!
এই দেশে থেকে দেখ,প্রভুদের চাটে পা।
ক্ষমতার মসনদে বসে কত নবাবী
বাপের টাকায় যেন যতসব প্রভাবী
নাস্তিক-জারজ যত,ওদেরী জাত ভাই
রগের টানেতে যেন শাহবাগে যায় তাই।
রক্ত পি'তে বাকা হাসি,হাসিছে বারবার
এখনি সময় ওরে,ওদেরকে তাড়াবার।
কই তোরা গেলি আজ,লাঠি নিয়ে ছুটে আয়।
দেখব এবার ওরা ভাগি ভাগি কই যায়।
ছোরা-বল্লম নিয়ে ছল,দা নে শানিয়ে।
রামদাটা ঘরে আছে,নাও ওটা আনিয়ে।
এতদিন মোরা যত শয়েছিরে জ্বালাতন,
শুধিব এবার সব নতুন বা পুরাতন।
কইরে সফিক তুই মফিজকে নিয়ে চল
আজকে দেখিব ওরে,কার কত বাহুবল।
প্রলয় বিষান শুন বাজতেছে বারবার
ছিড়ে ফেল কেটে ফেল যতসব কাটাতার।
বাধার পাহাড় যত পিছে ফেলে ছুটে চল
আজকে শুনি আমাদের আটকায় কে? বল।
মোরাই তো দুর্বার,মোরাই তো দুর্জয়
অগ্রে ছুটিব আজ,ফেলে সব সংশয়।
লাঠি দিয়ে ভাংব জিঞ্জির লৌহের
বিষদাত উপড়াব,জালিম ফৌজের।
২৮-০৬-২০১৪ ইংরেজী
দুপুর ০১ ঃ ১০ মিনিট।