যদি তোমার এই মুহূর্তে মৃত্যু আসে
বিভীষিকাময় লেলিহান শিখা উভয় চোখে ভাসে
চারদিক হয় ঘোর অমানিশা
যে দিকে তাকাও পাপের সীষা
পাপের ভারে দোস্ত তোমার কি অবস্থা হবে?
সময় থাকতে যা কামানোর কামিয়ে নাও ভবে।
প্রিয়! তোমায় প্রভূর শপথ দিচ্ছি আমি আজ
ভয় করো ঐ তোমার প্রভূর ক্রোধে ভরা ঝাঁঝ
কাহহারের ঐ প্রবল ধ্বনি
বাজবে যেদিন বিষ অশনি
নফসী নফসী বলে নিজের চিন্তা করবে সবে।
তাইতো .. .. .. .. .. .. .. .. ..
থাকতে সময় যা কামানোর কামিয়ে নাও ভবে।