বৃষ্টি হলেই ভিজতে হবে বিকাল হলে ছাদে
দিনের বেলায় অফিস শেষে ঘুরতে হবে রাতে
ডাক পড়লেই আসবো চলে থাকি যতই কাজে
ভালো সময় কাটাবো সব আমি তোমার সাথে।
ঘুরার সময় পরবে তুমি নীল রঙের শাড়ি
পরতে আমার ভুল হবে না সবুজ পাঞ্জাবি
আলতা রাঙা পা দুখানি মেহেদি রাঙা হাত
তাকিয়ে থেকে শত বছর পার হয়ে যায় যাক।
ঠোঁটে দেওয়া লিপিস্টিক চোখে দেওয়া কাজল
আমার কাছে তুমি যেন কঠিন কোনো পাজল
কপালে কালো টিপ আর হাতে কাঁচের চুরি
তোমার সাথে হয় না কভু অন্য কারো জুড়ি।
পায়ে দেওয়া নূপুর আর মাথায় দেওয়া ফুল
তোমায় দেখে আমি করি সব কিছুতে ভুল
এক জীবনে তোমায় পেয়ে পূরণ হলো শূন্যতা
তুমি মানে আমার কাছে সবকিছুতেই পূর্ণতা।