ক্ষয় হওয়া একজোড়া চটি পায়ে
পুরানো একটি প্যান্ট
তপ্ত রোদে পুড়া মুখখানি
গায়ে রঙচটা শার্ট একখানি,
চোখে নিচে রাত জাগা কালি
যেন হয়ে আছে কালো দুই ফালি,
সবকিছু নিয়ে এই আমি।
জরাজীর্ণ সেই আমি
কত শত স্বপ্নবুনি ;
রাতের জ্যোৎস্না গায়ে মেখে
করবো তাতে স্নান।
রাতের মাধুরী হয়ে প্রিয়তমা
বসবে আমার পাশে
শত রাত্রি পার করবো
তোমার দিকে চেয়ে।