দিন গড়িয়ে রাত্রি আসে
রাত্রি শেষে ভোর
সময় বহে নদীর মত
থাকে শুধু ঘোর।
রাতের আকাশ চাঁদ হাসে
মাঝ রাতে মেঘে ঢাকে
মেঘদল দুঃখ হয়ে
বৃষ্টির ফোঁটায় কান্না ঝরে।
হৃদয় যেন কাকে ডাকে
অভিমানের পাহাড় জমে।
অন্ধকারে সন্ধিগড়ে
নিশিরাতে তারা গুণে
আপন মনে রই।