হাটতে হাটতে এগিয়ে গেলাম
  গোলির ভেতর
বাছাই শেষে কিনলাম একটা
পুরান কবিতার বই।

টেবিলে বসে শুরু করেছি পড়তে
একটার পর একটা কবিতা
প্রেম আর রোমাঞ্চে ভরা।

হঠাৎ করে থেমে গেলাম,
চোখ আটকে গেল;
পঞ্চাশ পৃষ্ঠা।

গোলাপের পাপড়ি
রঙহীন ।

আরো কিছু পৃষ্ঠা উল্টাতেই
চোখে পড়ল বেশ লম্বা
একটা ছেড়া চুল

বাহাত্তর পেজে দেখলাম
চোখের জল শুখিয়ে গেছে
রেখে গেছে স্পষ্ট চিহ্ন।

শেষ পেজে লেখা আছে
অভিমানে কিছু উক্তি
                


এভাবে পড়া শেষ হল
একটি পুরান প্রেমের কবিতার গল্প।