সব কিছুই যেন খুব স্বাভাবিক
কেউ আসছে
কেউ যাচ্ছে
কয়জন তার খবর রাখছে?
যে আসছে , সে কাঁদছে
বাকি সবায় আনন্দে হাঁসছে ।
যে যাচ্ছে সে হাঁসছে
বাকি সবায় বেদনায় কাঁদছে।
আসা যাবার পালা গুলো
নিত্য দিনের খেলা যেন ।
আসা যাবার পথের মাঝে
সকাল সাঁঝের বিরতিতে;
কেউ গড়ছে বাড়ি গাড়ি
কেউ করছে টাকা কড়ি
কেউ চড়ছে গাড়িতে
থাকছে আবার বাড়িতে
কেউবা আবার গাছতলাতে
মনের সুখে দিন কাটাচ্ছে ।
কয়েক দিনের বিরতি পর
সময় শেষে যাবার পথে
যাচ্ছে সবেই খালি হাতে।