ল্যাম্পপোস্টটি আগের মতই
দাড়িয়ে আছে দুরে
নিয়ন আলো সন্ধ্যা হলেই জ্বলে।

যায়গাটাও ঠিক আগের মতই আছে
তুমিও আছ আমিও আছি
কিন্তু এখন বসা হয়না
আগের মত করে।


জোনাক পোকাও সন্ধ্যা হোলে
জ্বলে।
যদিও এখন দেখা হয় না
দু'জনে মিলে।


ল্যাম্পপোস্টার পাশের সেই
ফুসকা ওয়ালা  আছে ;
এখনও সে মাঝে মাঝে সাধে,
তুমিই প্রথম শিখিয়েছিলে
টক  ফুসকা খেতে।


কত রকম স্বপ্ন ছিল বুকে
বাড়ি হবে গাড়ি হবে
বাবা হব মা হবে।

কত রকম চিন্তাভাবনা  
ফালতু কথা,
ব্যাঙ্গ কথা
তত্ত্ব কথা,
ব্যক্তি গত
আরো কত দার্শনিকতা।


পাগলামি আর অভিমানে
হঠাৎ হঠাৎ  রেগে ওঠা,
এক বার সে কি রাগ তোমার!
ঠুকন কথার মায়া;
জোড়িয়ে ধরে বলেছিলে এসব  কথা আর বলো না।
আর বলিনা
তবুও কেন
  সত্যি এখন সে সব কথা।

তোমারদে দেওয়া টি শার্ট
আর পরফিউমটাও  আছে
বই গুলো আর নোট খাতাটা
বুক সেলফে রাখা।
বিদেশী সেই ঘড়িটাও ঠিকঠাক মত আছে
বারটা বাজলেই বারোবার বাজে
বাজনা যেন তপ্তহৃদয় ঘি ঢেলে দেয়
পুরনো স্মৃতি বারেবারে জাগায়।



তোমার আমার কত চলাফেরা
তোমার স্মৃতি যে বুকেতে আঁকা
আগলে রেখেছি দেয়নি কেউযে মাথা।

যে হাতে তোমার ছোঁয়া আছে
  সে হাত  আর
কেউ পারেনি ছঁুতে।



তুমিও আছ আমিও আছি তবুও কেন
আমি তুমি যোজন দূরে
এক পৃথিবীর ভিনগ্রহে