চাঁদের বাড়ি যাবো
অসুস্থ এই গ্রহ ছেড়ে
উপগ্রহে রবো।

দুর্নীতি আর ছলচাতুরী
এসব কিছু রেখে
চলে যাব বহুদুরে
একলা হলে হবো।

নষ্টামি আর ভণ্ডামিতে
ছেয়ে গেছে চারিদিকে
সত্য ন্যায়ের মুখোশ পরে
ভণ্ডগুলো ঘোরে।

টকশো আর পত্রিকাতে
ন্যায়ের কথা বলে
দিন ফুরিয়ে রাত্রি এলে
অপকর্মে ডোবে।

তাইতো ভাবি একলা আমি
চলে যাব বহু দুরে
অশুদ্ধ এই সমাজ ছেড়ে
বিশুদ্ধ বাতাসের খোঁজে।