বেনুবনে বনু, ফোটাফুল
তুলতে যাই
রাধারানু, বেনুবনে
ফলের খোঁজে যাই।
যার যে কাজ
সে তা করে,
মাঝে মাঝে ফাঁকা পেলে
চেয়ে চেয়ে হাসে।
বন ুবোঝে বুনোহাসি
রাধারানু কেন হাসে
কেন সে বারে বারে
চেয়ে চেয়ে থাকে।
বেনুবনে বায়ু বহে
নড়ে পাতা গাছে গাছে
ফুল আর ফল রেখে
বনু আর রাধারানু
কাছা কাছি আসে।
এভাবে তাদের
পথ চলা শুরু
যতদিন তাদের
প্রাণ থাকে দেহে
ততদিন তারা
এক সাথেই থাকে।