আশীর্বাদ
শেষ বারের মতো যেদিন
তুমি এসেছিলে দেখা করতে।
সেদিন,
তোমার চোখের ভাষা ছিল
আমার কাছে অপরিচিত।
তুমি ছিলেনা আমার ভিতরে
তুমি ছিলেনা তোমার ভিতরেও
হারিয়ে গিয়েছিলে কোথায় যেন ।
সেদিন এসেছিলে তুমি
নিয়ে আশীর্বাদের বার্তা
বলেছিলে তুমি করে আশীর্বাদ,
ভালো মেয়ে পাবে আমার চেয়েও।
সেদিন আমি
বোবা বাকরুদ্ধ হয়ে গেছিলাম
একটি কথাও বলতে পারিনি ।
কথা শেষ করে
তুমি হন হন করে হেটে চলে গিয়েছিলে
আমি ঠঁাই দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ।
তার পর আমিও
হারিয়ে ফেলেছিলাম আমাকে।
নিজেকেই নিজের মধ্যে
খঁুজে পেতাম না।
চেনা পৃথিবী
কেমন যেন অচেনা হয়ে গিয়েছিল।
শত মানুষের ভিতরে
কাকে যেন খুঁজে ফিরতাম ক্লান্ত হয়ে।
এভাবে অনেক বছর পেরিয়ে গেল।
এরপর,
আমার বিয়ে হলো
বউ হলো
ঘর হলো
ছেলে হলো
মেয়ে হলো।
আমার বউ অনেক ভালো
যেমনটি তুমি আশীর্বাদ করেছিলে।
ছেলে মেয়েরা সারাক্ষণ
ঘরবাড়ি মাতিয়ে রাখে;
এখন আমি আছিও বেশ।
মিথ্যা বলবো না;
হঠাৎ হঠাৎ তোমার কথা মনে পড়ে।
তবে এখন আর আগের মত
খারাপ লাগেনা।
মাঝে মাঝে
খুব জানতে ইচ্ছা করে
কোথায় আছো?
কেমন আছো?
তখন মনকে প্রবোধ দিই;
ভালোই আছো
কারণ, তোমারতো ভালো থাকারই কথা।