তোমাকে,
অনুবাদ করার জন্য
একটি যন্ত্র চাই প্রিয়তমা।
তুমি
যে ভাষায় লেখা
তা খুবই দুর্বোধ্য, কঠিন এবং বিরল
সে ভাষা বোঝা
কোন পুরুষের পক্ষে সম্ভব নয়।
তোমার মন
প্রশান্ত মহাসাগরের মত
যেখানে নাম না জানা
অসংখ্য মাছ বিচরণ করে,
কি অপরূপ সুন্দর ।
আবার সেখানেই
মাঝে মাঝে উদ্যম ঝড়ে
সব কিছু লণ্ডভণ্ড করে।
তোমাকে ছেড়ে
না পারি দূরে যেতে
না পারি কাছে থাকতে।
কাছে থাকলে করে বিকর্ষণ
দূরে থাকলে আকর্ষণ।
তোমার মন
দূর আকাশের
নাম না জানা নক্ষত্রের মত,
প্রত্যক্ষণ হয়ত করতে পারি
কিন্তু ছুঁয়ে দিতে পারিনা।
তমি দুর্বোধ্য কঠিন
আবার সেই তুমিই
কখনো সহজ সুশৃঙ্খল মনোহরি
আসলে তুমি স্রষ্টার জটিল
মনোরম সৃষ্টি মানবী।