শিক্ষিত হলেও জ্ঞানী হচ্ছিনা
ব্যক্তিত্ব হারিয়ে চাটুকার হচ্ছি
স্বার্থের কাছে নীতি বিসর্জন
মুখে নীতি কাজে দুর্নীতি।


প্রতিজ্ঞা করে রক্ষা করিনা
অন্যায় দেখেও প্রতিবাদ করিনা
মিথ্যা না বললেও সত্য বলিনা
সত্য না বলে নিরব থাকি
অন্যায়কে পরোক্ষভাবে সমর্থন করি।

প্রতারক হচ্ছি  বিশ্বস্ত না
তর্ক করি যুক্তি বুঝি না
যেমন----
সুস্হ থাকতে অসুস্থকে বুঝিনা
জীবিত থাকতে মৃত্যুকে

সৎ আছি কারণ
    অসৎ হওয়ার উপায় নাই
নিজে চরিত্রহীন হয়ে
খঁুজি চরিত্রবান  সঙ্গী।


অলসতা করে সফলতা খঁুজি
ব্যর্থতাকে অজুহাতে ঢাকি
আত্মসমালোচনা ভুলে গিয়ে
পরসমালোচনায় মেতে উঠি।

কিনতে গেলে অল্পে খঁুজি
বেঁচতে গেলে দামি খুবি
দেবার বেলায় চার আনা
নেবার বেলায় ষোল আনা।

চায়ের কাপে ঝড় তুলি
পৃথিবীকে বদল করি
নিজেরও যে বদল প্রয়োজন
সে কথা না চিন্তা করি।

আমরা শ্রেষ্ঠ
করিযে তুষ্ট
আমরা বাঙালি
অদ্ভুত মহান।