এক টুকর মেঘ
     উড়তে উড়তে দাড়িয়ে গেল
মন খারাপের ঐ পাড়াতে
         যে পাড়াতে দুঃখ থাকে কষ্ট থাকে
আর ;
  একটা ছেলে একলা থাকে
         যে ছেলেটা  বোকা বোকা
         একরোখা আর অভিমানি।
          
কেউ বোঝেনা কেউ   বোঝেনি
      একলা থাকার কারণ গুলা কেউ খোঁজেনা কেউ  খোঁজেনি।

               স্বার্থবাদি
ঐশ্বর্য আর   প্রাচুর্য ছাড়া কেউ ভোলেনা কেউ ভোলেনি।

                 সেই ছেলেটি
একলা  একাই  ভীষণ   সুখী