আজ থেকে একশো বছর পর
তুমি আমি সবাই সবার পর।
রূপ যৌবন টাকা কড়ি
আছে যত গাড়ি বাড়ি
কোনটাই থাকবে না
তোমার আমারি।
মেধার আর জ্ঞানের খনি
কাজে লাগবে আর একদমি।
ব্যস্ততা আর কাজকর্ম
কোন কিছুই থাকবে না,
পরমা আত্মীয় সজন
আপন জন ও জীবন সাথী
হারিয়ে যাবে কোথায়
তার খবর পাবে না তুমি।
ক্ষমতা আর বাহাদুরি
সবকিছুই হারাবে তুমি
হয়ে যাবে একলা একা।
পাপ পূণ্যের হিসাব মিলবে তখন
তুমি আমি মারা যাব যখন।