আমার রক্তে তুমি বারোমাস্যা এলার্জি
এ রোগে আরোগ্য নেই জানি;
তবুও দেখাই কবিরাজ
খাই কতো ভেষজ-বনেজি
হুজুরের পড়াপানি।
স্মৃতিগুলি মগজে এল্যার্জিক খাবার
ভুলেভুলে খেয়ে নিই ঘুমে
স্বপ্নের মাঝে।
অতঃপর চোখদুটি ফুলে যায়
আর ভী ষ ণ চুলকায় মগজে !
-----------------------