১
তার চোখ, মাছরাঙা পাখির মতোই নীরব
লতানো দেহে যেনো পানপাতার মতো মুখ।
সোনালী ধানের জমি? এমনই সমতল বুক
ধানের শীষের মতো— নুয়ে আছে স্তন !
২
তার ঠোঁট, সন্ধ্যামালতীর গোলাপি পাপড়ি
আর হলুদ পাপড়ি যেনো মুখের আবরণ।
লবঙ্গের মতো নাকে থাকা ছোট নাকফুল
কালোচুলের খোঁপা মেলে ছড়িয়েছে ঘ্রাণ !
৩
পদ্মফুলের মতো হাত— তার নরম আঙুল
হলুদরঙা পায়ের ছোঁয়ায় দূর্বাঘাসের সুখ
শাদা দাঁতের ঝিলিমিলি আলোর- উৎসব
পেটের ভাঁজে নাভী যেনো মধুজলের কূপ....
------------------------------