.                  
                  
        পড়ায় আমি ছাত্র ভালো
           স্কুল টিচার’রা বলে,
       গর্বে আমার বুক ফুলে যায়
            পড়িনা এর ছলে।

        খেলায় খেলায় বেলা কাটে
              বন্ধুদের কবলে
       সারাদিন ই ঠ্যাং ঠ্যাং করিস
           মায় মোরে এই বলে।

        মায়ে'রে আমি বুঝিয়ে নেই
          এইসেই কতকি বলে
        চিন্তা নয় মা পাশ করিবো
          মেধা ভাল স্যার বলে।

         বাবা আমার ভীষণ রাগী
              রেগেমেগে বলে
        দেখিস পুলা পাশ না করলে
             দুক্ষ আছে কপালে।

          না পড়লেও পাশ করিবো
            মেধা ভাল সবে বলে
        এই শুনিয়া রেগেবেগে বাপ
           চর মারলো মোর গালে।

          ক্ষাণিক পরে বুঝাই বলেন
            পড়িস না ক্যান বাপ?
          পরীক্ষা কালে প্রশ্ন হাতে
              উঠবে নু রে তাপ!

           বাবার কথায় সায় দিয়ে
              উঠে এলাম চলে
          পড়বো বলে কোনরকম
           গেলাম পড়ার টেবিলে।

          পড়ায় বসে ঢেঁকুর এলো
           মেধা নু আমার ভালো,
         টেবিল মাঝেই বই গুছিয়ে
          গেলাম বন্ধুদের মেলো।

         দিন গেলো মাস গেলো
            পরীক্ষা এলো চলে
       আনন্দিতেই পরীক্ষা দিলাম
          পাশ করবো মন বলে।

         অবশেষে পরীক্ষার ফল
           স্যার'রা দিলেন বলে,
         আমি নাকি ফেল করেছি
          ওহ মাই গড কি বলে!!