.
পুব থেকে পশ্চিম
তাহার মাথার উপর আস্ত একটা সূর্য;
পোড়ে-পোড়ে-যেতে-যেতে
যেখানে রাত। যখন রাত।
আকাশে উদিত হলো রূপালী চাঁদ
প্রণাম করলো তারে সন্ধ্যাতাঁরা
আহারে তাহার ধৈর্য!
---------