একটা আস্ত জীবন কে পকেটে ভরে দেখি
সে একটি ধূসররঙা ষোলোআনা শিকি
দৌড়তে গিয়ে কখোন যে কোথায়
আচানক হুমড়ি খেয়ে উসকে পড়ে যায়
গড়িয়ে গড়িয়ে ঢুকে যায় মাটির কৌটায়;
নিচিন্তায়—নৈশব্দে, অন্ধের ভান করে
ঘুমিয়ে রয় কৌটার গাঢ় অন্ধকারে....
অথচ, যে জীবন ইশ্বরের থেকে নেয়া ঋণ
ইসরাফিল বাজায় যদি, 'রিসাইকল-বীণ'
সে কি খালি হাতে ওঠে দাঁড়াতে পারবে?
তবুও দাঁড়াবে, শূন্য দু'হাত ঋণের কারণে
জীবন কে সঁপে দিবে দোজখের আগুনে!
------------------------