একদিন আস্ত এক পাহাড় কে বহন করতে হবে
তোর শীর,
বিষাদ বাতাসে শিউরে উঠবে শরীর।
পায়ের তলায় মৃত্তিকার কম্পন,
অশ্রু গড়াবে ঝর্ণাধারার মতন।
স্মৃতিগুলো শকুনের মতো খাবলে খাবে মস্তিষ্ক,
হৃৎপিণ্ড ছিঁড়ে চৌচির!
আমার চোখে ধোঁয়া দেখবে বুকে পোষা আগুনের,
বিষাক্ত নির্যাসে পরিণত করেছি
যতো ফুল ফুটেছিলো ফাগুনের।
বুকে পোষা আগুন খেয়ে পাষাণ হচ্ছে আমার আত্মা!
মনে রাখিস দুজনই নাগরিক একই শহরের
দেখা হবে আচমকা!
আমাকে সহ্য করার মতো ক্ষমতা রাখিস
যদি কখনো সম্মুখীন হই তোর।
আমি দিনদিন পাষাণ হচ্ছি !
-----------------------