চারিদিকে ঝলমলে উঠলো হলুদবন।

ধানমাড়াইয়ের পর
কাঁচা খড়ে শুঁকে নিই বৈশাখের ঘ্রাণ !


গোবর- লেপা ঠনঠনা উঠোনে
ঝকঝকা ধান মেলে দিয়ে
বারান্দায় বসে থাকি নীরাই...

দেখি, পাতিচড়ুই ধান খেয়ে খেয়ে
উড়ুৎ-ফুড়ুৎ উড়ে যায় ঘরের কার্নিশে

ধান খাওয়ার লোভে, একদল পাতিহাঁস
প্যাঁকপ্যাঁক করে, ঘুরেফিরে
পুকুর থেকে ছুটে আসে বারেবার

আর কবুতরের লাল পায়ের নিচে
ধানে যেন বেজে ওঠে
নুপুরের ঝনঝন আওয়াজ;

আচানক রোদ মরে গিয়ে
আসমানে ঘনিয়ে আসে কালোসাজ।

-------------------------------